ফরিদপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এখানে দুপুর ১২টায় পথযাত্রা শেষে মঞ্চে বক্তব্য দেবেন দলটির নেতাকর্মীরা।
বক্তব্য দেবেন-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এদিকে এনসিপির নেতাকর্মীদের আগমন উপলক্ষে ফরিদপুরের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পথে পথে বাড়ানো হয়েছে পুলিশের টহল।
ফরিদপুর জেলা প্রশাসন বলছে, আমরা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। আশা করছি, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে।
আরএ