ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

সারাদেশ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: মঞ্জু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুলাই ১৪, ২০২৫
সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: মঞ্জু ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙন পরিদর্শনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ফেনী: ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (১৪ জুলাই) সকালে ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তাগিদ দেন তিনি।

এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায় বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এলাকায় পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণে বারবার বাঁধ ভেঙে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন।

একই সঙ্গে গবাদি পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরূপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান মজিবুর রহমান মঞ্জু।  

গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তারা মঞ্জুকে জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায় সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেওয়ায় এ এলাকার মানুষ বারবার ক্ষতির মুখে পড়ে। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান।

পরে পরশুরাম উপজেলার ধনিকুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে বাঁধ ভেঙে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়া পরিবারগুলোকে আর্থিক অনুদান দেন।  

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহ-সাংগঠনিক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদলসহ স্থানীয় নেতারা।

এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।