ঝালকাঠি: নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। নতুন করে বাংলাদেশে ভয়ের রাজনীতি তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বাংলাদেশের ছাত্রজনতা রাজপথে নেমেছে রক্ত দিয়েছে আবারো রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। আমরা দেশের ভেতরে বিভাজন চাই না, মতপার্থক্য থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো এ ছিল আমাদের প্রত্যাশা। জনগণের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তার সঙ্গে ঐক্য গড়া সম্ভব নয়।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এ দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আমরা আবারও জীবন দেবো।
রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরে এক পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেল সাড়ে ৫টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শুরু হয় বিশাল পদযাত্রা।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পদযাত্রাটি পৌঁছায় কাপড়িয়া পট্টিতে। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
পথ সভায় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মশিউর রহমান, মাহামুদা মিতু, যুগ্ম সহ-সগঠক আরিফুর রহমানসহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পদযাত্রায় এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
জেএইচ