ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জুলাই ৬, ২০২৫
গাজীপুরে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

 

মৃত দুজন হলো- রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ি এলাকার আকমল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তালতলা এলাকার মো. শামীমের ছেলে আব্দুল মমিন ওরফে স্বাধীন (১২)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, দেওয়ালিয়াবাড়ি দক্ষিণপাড়া দিঘীরপাড় এলাকায় একটি গর্ত জমিতে পানি জমেছিল। বেলা ১১টার দিকে জুনায়েদ ও আব্দুল মমিন ওই পানিতে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এ সময় তাদের বয়সী ছেলে দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী ওই পানিতে খোঁজাখুঁজি করে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। জুনায়েদ কোনাবাড়ী থানার দক্ষিণ দেওয়ালিয়াবাড়ি ও আব্দুল মমিন কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতো। দুজন দেওয়ালিয়াবাড়ি এলাকায় আল ইসলামিয়া ক্যাডেট মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।