ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্যাংকলরির চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, জুলাই ৫, ২০২৫
চুয়াডাঙ্গায় ট্যাংকলরির চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্যাংকলরির (তেলবাহী লরি) চাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ পাঁচজন।

 

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বনবিভাগ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের মাছুরা খাতুন (৫৯) ও দামুড়হুদার জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইজিবাইকের চালক আরিফুল ইসলাম (৩৫)।  

আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী সরোজগঞ্জ সিপি ফ্যাক্টরিতে কর্মরত দেলোয়ার হোসেন সাইম (২৮), দামুড়হুদার দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ফাহাদ আহম্মেদ (২২), তার স্ত্রী রিয়া খাতুন (২০)  ও তাদের শিশু সন্তান ইয়াসিন (১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে একটি তেলবাহী লরি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বন বিভাগের সামনে পৌঁছালে রাস্তায় ভেঙে পড়া গাছের ডালকে পাশ কাটিয়ে বাঁক নিতে গেলে গাড়িটি চুয়াডাঙ্গামুখী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন ইজিবাইকের চালকসহ ছয়জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ইজিবাইকচালকের মৃত্যু হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, লরিটির চালককে খোঁজা হচ্ছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।