ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

সারাদেশ

জুলাই অভ্যুত্থান স্মরণে নড়াইলে নানা কর্মসূচি গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জুলাই ১, ২০২৫
জুলাই অভ্যুত্থান স্মরণে নড়াইলে নানা কর্মসূচি গ্রহণ জুলাই অভ্যুত্থান স্মরণে কর্মসূচি নিয়ে নড়াইল জেলা প্রশাসনের প্রস্তুতি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়

নড়াইল: মসজিদ, মন্দিরে দোয়া ও উপাসনার মধ্য দিয়ে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এই কর্মসূচি শুরু হয়।

নড়াইল জেলা প্রশাসক আগামী ৮ আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলন স্মরণে কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসক শারমীন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।  

জুলাই অভ্যুত্থানের নানা কর্মসূচির প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাভলু।

জেলা প্রশাসনের কর্মসূচির বাইরে আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া, আহতদের কাছে আন্দোলনের গল্প শোনা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ নানা কর্মসূচির প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।