লক্ষ্মীপুর: শ্রমিকদের ঘামে অর্জিত টাকায় যারা ভাগ বসান, তারা সবচেয়ে বড় কুলাঙ্গার ও ভিক্ষুক বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেছেন, রাজনীতির নামে এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় আয়োজিত শ্রমিককল্যাণ ফেডারেশনের র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে জামায়াত একটি শ্রমবান্ধব সমাজ গঠনে কাজ করছে। শ্রমিকদের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। যে কারণে আমরা ইসলামিক শ্রমনীতি চালু করতে চাই।
ড. রেজাউল করিম আরও বলেন, শ্রমিকদের অবহেলা করা যাবে না। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে বহু শ্রমিক অংশ নিয়েছেন। অনেকে জীবন দিয়েছেন, আহত হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে শ্রমিকদের মধ্যে বিতরণের দাবি জানাই।
সমাবেশ শেষে শ্রমিককল্যাণ ফেডারেশনের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানসহ দলীয় নেতা-কর্মীরা।
এসআরএস