ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

রংপুরে কালবৈশাখীর তাণ্ডব: বোরো ধান, আম ও ভুট্টার ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
রংপুরে কালবৈশাখীর তাণ্ডব: বোরো ধান, আম ও ভুট্টার ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

রংপুর: শিলা বৃষ্টির সঙ্গে তীব্র কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড রংপুর। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত চলা এই দুর্যোগে ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি বোরো ধান, ভুট্টা ও আমের।

প্রথমে রাত ১০টা ২৫ মিনিটে শুরু হয় তীব্র ঝড়ো হাওয়া। মুহূর্তেই ধুলায় ঢেকে যায় পুরো নগরী। প্রচণ্ড বাতাসে গাছের পাতা ঝরে পড়ে, বাড়িঘরের টিনের চাল উড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর শুরু হয় শিলা বৃষ্টি ও ঝড়। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। থমকে যায় নগরীর স্বাভাবিক জীবন। দোকানপাট বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। অন্ধকারে ঢাকা পড়ে পুরো শহর।

কালবৈশাখীর এই তাণ্ডবে রংপুর মহানগরীসহ গংগাছড়া, পীরগাছা, কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মাঠের উঠতি বোরো ধান, ভুট্টা ও গাছে ধরতে শুরু করা আমের মারাত্মক ক্ষতি হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রাতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ নটিক্যাল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

এদিকে, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, কালবৈশাখীর ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় প্রশাসন ও সরকারি কর্মকর্তারা মাঠে কাজ শুরু করেছেন। ক্ষতির সঠিক পরিমাণ পরে জানানো হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।