খুলনা: খুলনায় আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার, সম্পাদক মাহমদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, মেঘনা গ্রুপের পণ্য বয়কটও ফ্যাসিবাদের দোসর লুটপাটের হোতা হিসেবে সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।
শনিবার (২৬এপ্রিল) বিকেলে নগরীর ব্যস্ততম অফিসপাড়া খ্যাত আহসান আহমেদ রোডে দৈনিক আমার দেশ খুলনা ব্যুরোর সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল মাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়ের কষ্টিপাথরে যাচাইকরা একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। যিনি অতীতেও দেশবিরোধী সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সোচ্চার, আজকেও একইভাবে তার লড়াই অব্যাহত রেখেছেন। যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাবেদারি ব্যবস্থা পুনরায় কায়েম করতে মোস্তফা কামাল তাদেরই অগ্রজ প্রতিনিধি। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা দায়ের এ কথার সত্যতা প্রমাণ দেয়।
বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৪০টি মামলা ছিল। কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশে ছাত্রলীগের খুনিরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল। তিনি মাথা নত করেননি। দুই হাজার ছাত্রজনতার বুকের রুক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকেও কোনোভাবেই ভূলুন্ঠিত হতে দেওয়া হবে না। মাহমুদুর রহমান এবংআমার দেশ দেশপ্রেমিক স্বাধীনতার সব ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ করে তার সংগ্রাম অব্যাহত রাখবে।
আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, সম্মিলিত পেশাজীবীপরিষদের আহ্বায়ক বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। আমার দেশ ব্যুরো প্রধান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনের সভাপতিত্বে এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপ (এনআইজির) সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আলম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী তফসির আহমেদ, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বিএ্ফইউজের সাবেক নির্বাহী সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি কে এম জিয়াউস সাদাত, বাংলানিউজের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, জিএম রাসেল ইসলাম, কয়রা পাইকগাছা উন্নয়ন সমন্বয় কমিটির এস এ মুকুল ও খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মাশরুর মুর্শেদ, আমার দেশ স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ফটো সাংবাদিক মো. সেলিম গাজী, দাকোপ প্রতিনিধি ফয়সাল আলম, বটিয়াঘাটা প্রতিনিধি আরিফুজ্জামান দুলু, মো: রাজু আহমেদ,মোস্তফাকামাল, ইমরান হোসেন, রবি উল ইসলাম বাবলু, হুমায়ুন কবির পলাশ, এসএম শরীফুজ্জামান, এহসান মিন্টু, মো. শাহআলম, আবুলকাশেম, মো. হাবিব, মাসুদুর রহমান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমআরএম/জেএইচ