পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় জিদান (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার বাবা ও বোনসহ আহত হয়েছেন তিনজন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার এলএসডি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিদান একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে দেবীগঞ্জ নর্থ স্টার রেসিডেন্সিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে এলএসডি মোড়ে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক্টরের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিশু জিদান, তার বাবা নজরুল, বোন এবং ট্রাক্টরের এক সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জিদানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সড়ক ও পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআরএস