ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের মিজান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের মিজান

চাঁদপুর: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. মিজান (৪৮) নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মিজান জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির বড় ছেলে। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

সৌদি আরবে মিজানের কাছাকাছি বসবাস করেন মানিক হোসেন। তিনি জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ২টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে বাসস্থানে ফিরছিলেন। পথে আরেকটি দ্রুতগতির গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় মিজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিক আরও জানান, খবর পেয়ে ভোরে তারা হাসপাতালে গিয়ে দেখেন মিজান আর বেঁচে নেই। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিজান গত প্রায় দুই দশক সৌদি আরবের আবহা শহরে বসবাস করছিলেন। তিনি নিজস্ব একটি পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করতেন তিনি।

মিজানের আরেক চাচাতো ভাই ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ মোশারফ জানান, মিজান পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড়। এর আগে তার ছোট ভাই আহসান (দ্বিতীয়) ক্যানসারে ও ছোট বোন বেবি আক্তার (সবার ছোট) অসুস্থতাজনিত কারণে মারা যান। তিন বছর আগে তাদের বাবাও মারা যান।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।