ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও-হট্টগোল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও-হট্টগোল আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলায় গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে হট্টগোল করেছে একদল লোক। তারা আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডায়ও জড়িয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় আড়াইহাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, একটি মামলায় পরোয়ানা থাকায় রোববার (২০ এপ্রিল) গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও কলেজছাত্র সাগর হাসানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তিনি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের কল্যান্দী এলাকার মালয়েশিয়ান প্রবাসী কবির হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে পুলিশের একটি টিম কল্যান্দী এলাকা থেকে সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। সকাল হতেই ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে একদল নারী-পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গণে জড়ো হয়ে থানা অবরোধ করে রাখে। তাদের সঙ্গে সরকারি সফর আলী কলেজের সাগরের কতিপয় সহপাঠীও যোগ দেয়। সাগরের মুক্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকে। পুলিশ নিরাপত্তার চিন্তা করে থানার কলাপসিবল গেইট বন্ধ করে দেয়।

পরে থানার ওসি কলাপসিবল গেইটের ভেতর থেকে অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কয়েকজন নারী-পুরুষ এসময় ওসি এনায়েত হোসেকে সাগরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাদের হট্টগোলের কারণে ওসি থানার ভেতরে চলে যান। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

পরে স্থানীয় বিএনপির নেতাদের হস্তক্ষেপে অবরোধকারীরা থানা থেকে চলে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেপ্তার সাগরের নামে একটি ওয়ারেন্ট রয়েছে। তাকে ওই মামলায় চালান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।