ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

কাউন্সিলর পদ ফিরে পেতে ১৭ জনের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
কাউন্সিলর পদ ফিরে পেতে ১৭ জনের মামলা

বরিশাল: কাউন্সিলর পদে ফিরতে চায় বরিশাল সিটি করপোরেশন আওয়ামী পন্থি ১৭ সাবেক কাউন্সিলর।

এজন্য সম্প্রতি তারা বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন।

আগামী ৭ মে মামলার শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী আজাদ রহমান।

মামলায় জনবিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, সিটি কর্পোরেশন শাখার উপসচিব, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব এবং বরিশাল জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। বাদী হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্না হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ডের খান মো জামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের কেফায়েত হোসেন রনি, ১৫  নম্বর ওয়ার্ডের সামজিদুল কবির, ২১ নম্বর ওয়ার্ডের শেখ সাইদ আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ডের শাকিল হোসেন পলাশ, ১৩ নম্বর ওয়ার্ডের মেহেদি হাসান পারভেজ, ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির লিংকু, ২৫ নম্বর ওয়ার্ডের সুলতান মাহামুদ, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির, ১২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন রয়েল, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১ নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা বেগম, ১ নম্বর ওয়ার্ডের ডালিয়া পারভিন, ৭ নম্বর ওয়ার্ডের সালমা আক্তার শিলা ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আয়েশা তৌহিদ লুনা।

আইনজীবী আজাদ রহমান বলেন, ২০২৩ সালের ১২ জুন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়। বাদীপক্ষের মেয়াদ ছিল ২০২৮ সালের ১৩ নভেম্বর পর্যন্ত।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিবাদীরা তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকে। ২০২৪ সালের ২৬ আগস্ট বাদী পক্ষকে অপসারণের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যেটি আইনগত অগ্রহণযোগ্য। আইন অনুসারে বাদীরা ২০২৮ সালের ১৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবেন বলে দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।