ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ছদ্মবেশে যশোরে শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করলো র‌্যাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ছদ্মবেশে যশোরে শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করলো র‌্যাব

যশোর: যশোরের চৌগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী, ডাকাতিসহ অন্তত ছয়টি মামলার আসামি আইয়ুব হোসেন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি সুস্থ হয়ে ওঠেন।

শনিবার (১৯ এপ্রিল) রাতে ছদ্মবেশে চৌগাছা বাজারের একটি ক্যারাম বোর্ডের আসর থেকে বাবুকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। তিনি বাজারের একটি দোকানে ক্যারাম খেলছিলেন। এ সময় ছদ্মবেশধারী র‌্যাবের একজন সদস্য তার সঙ্গে খেলা শুরু করেন। কিছু সময়ের মধ্যে র‌্যাবের আরও সদস্যরা সেখানে পৌঁছে বাবুকে গ্রেপ্তার করেন। বাবু চৌগাছা বিশ্বাসপাড়ার ইয়াকুব আলীর ছেলে।  

গ্রেপ্তারের পর বাবু বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়। থানায় রাত ১২টার দিকে বাবু আবার বুকে ব্যাথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হওয়ার পর তাকে থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাসেল জানান, বেশ কয়েকদিন একটি টিম বাবুকে গ্রেপ্তারে মাঠে নামে। এক পর্যায়ে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, বাবুর আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেছেন, আটক আইয়ুব হোসেন বাবুকে র‌্যাব সদস্যরা একটি ডাকাতির ঘটনায় আটকের পর থানায় হস্তান্তর করেন। তবে, তার বিরুদ্ধে চৌগাছা থানায় আরও ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে চৌগাছা থানায় ছয়টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, এসব মামলায় বাবুকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।