ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার পার্বতীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন জানান, জুলাই বিপ্লব আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের অফিস ও বাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি ছিলেন টানু মল্লিক। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের শফিউদ্দিন মল্লিকের ছেলে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক ২০১৩ সালের ২৫ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত অস্থায়ীভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসআরএস