পশ্চিম জার্মানির গুরুত্বপূর্ণ শহর ডর্টমুন্ডের স্থানীয় সরকার নির্বাচনে ইন্টিগ্রেশনরাটের প্রতিনিধি পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশের মাহবুব উল্লাহ খান। তিনি এ নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, পাঁচ বছর অন্তর জার্মানির স্থানীয় সরকার নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হয়ে থাকে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে বুন্ডনিস ফুর ফিয়েলফাল্ট উন্ড টলারেন্স (বিভিটি) দলের পক্ষ থেকে মাহবুব খানকে মনোনীত করা হয়েছে। গত নির্বাচনে এ দল থেকে ডর্টমুন্ডে চারজন সদস্য স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করেছেন। এবারের নির্বাচনের বিভিটি দলের প্রার্থী তালিকায় ৫ নম্বরে রয়েছেন বাংলাদেশি মাহবুব খান। যেহেতু গত নির্বাচনে চারজন বিভিটি থেকে স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করেছেন, পাঁচ বছর পর এবার অভিবাসী ভোটার বেড়েছে তাই তালিকায় পঞ্চমে থাকা মাহবুব খানের জয় অনেকটাই নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
পেশায় দক্ষতা উন্নয়নকর্মী মাহবুব খান একজন সামাজিক সংগঠক হিসেবে বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি জার্মানির ক্রিকেট টিম রাইন-রুয়র স্পোর্টস ক্লাবেরও সহ-প্রতিষ্ঠাতা।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ও বিভিটি দলের কর্মসূচি ও জয়ের সম্ভাবনা নিয়ে বাংলানিউজকে মাহবুব খান বলেন, আমাদের দল নির্বাচিত হলে আমরা বিদেশি শিক্ষার্থী, দক্ষ কর্মী ও তাদের পরিবারগুলোর জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার জন্য কাজ করবো। অভিবাসী যুবকরা যাতে জার্মানির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে সহজে অন্তর্ভুক্ত হতে পারে সেজন্য সব ধরনের সুযোগ, শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক অংশগ্রহণে উৎসাহিত করা হবে।
তিনি বলেন, আমরা নির্বাচিত হলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হবে।
এ বিষয়ে রাইন-রুয়র ক্লাবের সভাপতি ড. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাহবুব খান প্রথম বাংলাদেশি হিসেবে আমার বিশ্বাস এবার ডর্টমুন্ড ইন্টিগ্রেশনরাটে প্রবেশ করতে যাচ্ছেন। কেননা, ডর্টমুন্ডের ইন্টিগ্রেশনরাটের অর্ধেকের বেশি ভোটার অন-ইউরোপিয়ান অভিবাসী। আর পিআর পদ্ধতির নির্বাচনে মাহবুব খানের অবস্থান দলীয় প্রার্থীর তালিকায় পাঁচ নম্বরে। সে হিসেবে আমরা আশা করছি সেপ্টেম্বরে মাহবুব খান বাংলাদেশের নামকে জার্মানিতে নতুনভাবে প্রতিষ্ঠিত করবেন।
আরআইএস