১০ বছর আগেও জার্মানিতে ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ছিল না বললেই চলে। জুলাই মাসে কয়েক সপ্তাহের জন্য সামান্য গরম থাকতো।
গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা। জার্মানির বিভিন্ন শহর ঘুরে ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য থেকে দেখা যায়, জার্মানিতে সম্প্রতি এসির (এয়ার কন্ডিশনার) উৎপাদন, আমদানি ও ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত পাঁচ বছরে দেশটিতে এসব যন্ত্রের উৎপাদন বেড়েছে ৭৫ শতাংশ।
জার্মান ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে বছরে প্রায় ৩ লাখ ১৭ হাজার ইউনিট শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র তৈরি হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ১.৫ বিলিয়ন ইউরো। পরিসংখ্যান অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, শুধু দেশীয় উৎপাদনই নয়, একই সময়ে বিদেশ থেকে আমদানিকৃত এয়ার কন্ডিশনার এবং ফ্রিজজাত পণ্যের পরিমাণও দ্বিগুণ হয়েছে। গত বছরে আমদানিকৃত এসব যন্ত্রের মোট বাজারমূল্য ছিল প্রায় ৯৫০ মিলিয়ন ইউরো, যা পাঁচ বছর আগের তুলনায় দ্বিগুণ। পরিসংখ্যানে দেখা গেছে, জার্মানি ইতালি থেকে সবচেয়ে বেশি এসি ও ফ্রিজ আমদানি করে থাকে। জার্মানির এসি ও ফ্রিজের বাজারের এক-চতুর্থাংশই ইতালির দখলে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন (১৪ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে সুইডেন (১০ শতাংশ)।
জার্মান-বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা ড. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, জার্মানিতে এসির বাজার অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশের এসি উৎপাদনকারী কোম্পানিগুলো এ দেশকে তাদের এসির গুরুত্বপূর্ণ রপ্তানিকেন্দ্র হিসেবে ভাবতে পারে। তবে রপ্তানিকারককের মাথায় রাখতে হবে, মধ্যবয়সী জার্মানরা টেকসই পণ্য ব্যবহার করে। তারা কোনো পণ্য কিনলে সেটা দীর্ঘ সময় ব্যবহার করতে চায়।
অন্যদিকে তরুণরা কমমূল্যের চাইনিজ পণ্য ব্যবহারের দিকে ঝুঁকছে। এ দুই বিষয় খেয়াল করলে বাংলাদেশের রপ্তানিকারকরা লাভবান হবেন।
এ বিষয়ে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভির রহমান জানান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের দেশগুলোতে আমাদের দেশের নিজস্ব ব্র্যান্ড ওয়ালটনের এসির বাজার সম্প্রসারণে আমরা ব্যাপকভাবে কাজ করছি। জার্মান আবহাওয়া অধিদপ্তরের মতে, জার্মানিতে দিন দিন গ্রীষ্মকাল আরও গরম হয়ে উঠছে, আর এ কারণেই এয়ার কন্ডিশনারের চাহিদাও দ্রুত বাড়ছে। চলতি সপ্তাহে দেশটিতে তাপপ্রবাহ চরমে পৌঁছাবে এবং দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে, জার্মানিতে পরিবেশবাদী সংগঠন ও তাদের সমর্থক অনেক মানুষ এখনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের সমালোচক। হামবুর্গের পরিবেশবাদী দল গ্রিন পার্টির সমর্থক নিলস ম্যাথিইজেন বলেন, দক্ষিণ ইউরোপ, এশিয়া এবং আমেরিকায় এয়ার কন্ডিশনার ব্যবহার স্বাভাবিক। কিন্তু জার্মানিতে উচ্চমাত্রার বিদ্যুৎবিল ও পরিবেশগত উদ্বেগের জন্য এর ব্যবহার অনেকে নেতিবাচকভাবে দেখা হয়।
এসআই