পবিত্র ঈদুল ফিতর সাপ্তাহিক বন্ধের দিন রোববার (৩০ মার্চ) হওয়ায় জার্মানিতে আড়ম্বরপূর্ণভাবে দিনটি উদযাপন করেছেন প্রায় ৫০ লাখ ধর্মপ্রাণ মুসলমান। অফিস বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিরাও একে অন্যের সঙ্গে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করেছেন।
প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর ও আজহা চাঁদ দেখার ওপর নির্ভর করে বিধায় জার্মানিতে সরকারিভাবে দিন দু'টিতে ছুটি ঘোষণার রেওয়াজ নেই।
জার্মান প্রবাসী এস এম মমিনুল হাসান বলেন, এবারের ঈদ বন্ধের দিনে হওয়ায় আমরা বেশি সময় একে অন্যের সঙ্গে কাটাতে পারছি। বাংলাদেশিদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে পারছি। বাবা-মা ছাড়া প্রবাসে থাকায় ঈদের দিনে বাংলাদেশে থাকা পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথা বলতে পারছি।
জার্মানির রাজধানী বার্লিন, দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ, বাণিজ্যিক শহর ফ্রাঙকফুর্ট, ডুসেলডর্ফ, বন, হেসেন, স্টুটগার্ডে বাংলাদেশি মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে প্রবাসীরা। বাংলাদেশি বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে খাবারেরও আয়োজন করা হয়েছে। বাচ্চাদের জন্য খেলাধুলাসহ বিভিন্ন নারীদের জন্য বিনোদনের আয়োজনও করা হয়েছে কমিউনিটির পক্ষ থেকে।
জার্মান প্রবাসী শফিউল্লাহ মজুমদার বলেন, প্রবাসে বাংলাদেশের মতো ঈদ ব্যাপকভাবে উদযাপন না করা গেলেও বাংলাদেশিদের দিনটিতে কাছে পেলে আনন্দের মাত্রা বেড়ে যায়। সবাই সবার সঙ্গে কুশল বিনিময় করতে পারি। একে অন্যের প্রয়োজনগুলোও সবাই মিলে সমাধান করতে পারি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
জেএইচ