ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপির বিজয় র‌্যালি রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, ডিসেম্বর ১৮, ২০২১
বিএনপির বিজয় র‌্যালি রোববার

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে রোববার রাজধানীতে বিজয় র‌্যালি করবে বিএনপি।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, রোববার বেলা ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় র‌্যালি শুরু হবে।

দলীয় নেতাকর্মীদের দুপুর একটার আগেই দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।