ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, নভেম্বর ১৩, ২০২১
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক চেকআপের জন্য শনিবার (১৩ নভেম্বর) বিকেল তিনটায় গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসবেন।

শনিবার চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে, ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ২৬ দিন থাকার পর ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় গুলশানের বাসায় ফেরেন তিনি।

পুনরায় চেকআপের জন্য আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালে আসবেন তিনি। তবে, হাসপাতালে ভর্তি হবেন কিনা বাসায় ফিরে আসবেন সেটা নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।