ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

আড়াইহাজারে দুই জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, আগস্ট ২১, ২০২১
আড়াইহাজারে দুই জামায়াত নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে সহোদর ভাই দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) ভোরে উপজেলা সদরের মুকুন্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার দু’জন হলেন- আড়াইহাজার উপজেলার মুকুন্দী গ্রামের মৃত হায়াত আলীর ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর বশির উদ্দিনের ভাই মাওলানা ফায়জুল্লাহ (৫৫) ও মাওলানা কালিমুল্লাহ কালাম (৫২)।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ২০০৮ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেফতারি পরোয়ানায় তাদের গ্রেফতার করা হয়। আটকদের দুপুরে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।