ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, আগস্ট ৩১, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন ‘যমুনা’য় প্রবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছায়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা। এর মধ্যে আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

ইএসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।