ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, ফেব্রুয়ারি ১৪, ২০২১
পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতির মৃত্যু

received_434254774511540

 

পিরোজপুর: বার্ধক্যজনিত কারণে পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমএজি আলিম তালুকদারের (৭২) মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ছেলে এমডি আব্দুস সালান রাবিব সুহৃদ এ খবর নিশ্চিত করেন।  সোমবার সকাল ১০টায় তাকে মঠবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে দাফন  করা হবে।  

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনসহ জেলা ও মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, মৃত মুক্তিযোদ্ধা আব্দুল আলিম ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তিনি দেশকে ভালোবেসে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। আর পরে  বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর  রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ দান করেন তিনি। আজীবন ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এ নেতা।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।