রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।
তারা বলেন, ‘দেশের বড় বড় নদীতে পানি বাড়ছে।
নেতারা বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বন্যাপ্রবণ এলাকাগুলোতে বন্যাকালীন বিপর্যয় মোকাবিলার জন্য আগাম কার্যকরী প্রস্তুতি নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একইসঙ্গে তারা বন্যার্তদের প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমএইচ/এফএম


