ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন হাবিব-উন-নবী খান সোহেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, জুলাই ১১, ২০১৯
জামিনে মুক্তি পেলেন হাবিব-উন-নবী খান সোহেল গাড়িতে হাবিব-উন-নবী খান সোহেল, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে মোট ৬৩৮টি মামলা রয়েছে। সব মামলায় জামিনে রয়েছেন তিনি।

এরআগে সোমবার (৮ জুলাই) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার ও কোনো প্রকার হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ‍জুলাই ১১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।