ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, জুলাই ২, ২০১৯
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ-মিছিল। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধায় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

 

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক সাজ্জাদ কবিরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ