ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগ প্রার্থীর প্রচারণায় যাওয়ায় জাপার ২ নেতা বহিষ্কার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, ডিসেম্বর ১৯, ২০১৮
আ’লীগ প্রার্থীর প্রচারণায় যাওয়ায় জাপার ২ নেতা বহিষ্কার

রংপুর: রংপুরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার জাতীয় পার্টির (জাপা) দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার দুই নেতারা হলেন- রংপুরের পীরগাছা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার।

বুধবার (১৯ ডিসেম্বর)  দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বাংলানিউজকে বলেন, নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় পাটির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের পক্ষে কাজ না করে ওই দুই নেতা আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশির প্রচারণায় অংশ নেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় অভিযুক্ত দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।