ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৪ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, নভেম্বর ১২, ২০১৮
আ’লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৪ নভেম্বর আওয়ামী লীগের লোগো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী বুধবার (১৪ নভেম্বর) সাক্ষাৎ করবেন।

যারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন তারা সেদিন সকাল ১১টায় ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার (১২ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি, সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

দলটির সাধারণ সম্পাদক, সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় ফরম ক্রয়কারীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।