ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জাপার নেতৃত্বাধীন জোটের সামনে সম্ভাবনার দ্বার খুলেছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, আগস্ট ৬, ২০১৮
জাপার নেতৃত্বাধীন জোটের সামনে সম্ভাবনার দ্বার খুলেছে হুসেইন মুহাম্মদ এরশাদ (ফাইল ছবি)

ঢাকা: দেশের অবস্থা এখন আরও নাজুক হয়ে পড়েছে। জনগণ এখন রাষ্ট্র ক্ষমতার বিকল্প রাজনৈতিক শক্তি প্রত্যাশা করছে। তাই জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সামনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। 

সোমবার (৬ আগস্ট) জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের শরিক ইসলামী মহাজোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলটির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লিবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ একথা বলেন।  

তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

 

এসময় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক আগামী সংসদ নির্বাচনে তার জোটের আগ্রহী প্রার্থীদের একটি তালিকা জোট চেয়ারম্যান পল্লিবন্ধু এরশাদের হাতে হস্তান্তর করেন।  

এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খানসহ প্রমুখ নেতারা।  

ইসলামী মহাজোটের মধ্যে বক্তব্য রাখেন-ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুক, মহাসচিব মাওলানা আবু হাসনাত, আলহাজ্ব মাওলানা আলতাফ চৌধুরী, মুফতি মোর্শেদ, মাওলানা আব্দুল্লাহসহ প্রমুখ নেতারা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ