ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

আরিফকে সহযোগিতার আশ্বাস কামরানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জুলাই ৩১, ২০১৮
আরিফকে সহযোগিতার আশ্বাস কামরানের বদর উদ্দিন কামরানে ও আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন কামরানের বাসায় গেছেন বিএনপির আরিফুল হক চৌধুরী। নির্বাচনে কামরানের থেকে ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ছোরাপাড়ায় কামরানের বাসায় গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন আরিফুল।

নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা আরিফুল হক চৌধুরী সিলেটে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য কামরানের সহযোগিতা চান।

এ ক্ষেত্রে বদর উদ্দিন কামরানও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আরিফুল নিজেই।

এদিকে বিকেল পাঁচটার দিকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কমরান সংবাদ সম্মেলনের আহ্বান করলেও পরে তা স্থগিত করা হয়েছে।

বরিশাল ও রাজশাহীর সঙ্গে সোমবার (৩০ জুলাই) সিলেটেও সিটি নির্বাচন হয়। এতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের থেকে এগিয়ে রয়েছেন। তবে দু’টি কেন্দ্র স্থগিত জটিলতায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ