ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

সাবেক মন্ত্রী মোজাফফর হোসেন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৫, জুন ১০, ২০১৮
সাবেক মন্ত্রী মোজাফফর হোসেন আর নেই

বগুড়া: সাবেক কৃষি ও বনমন্ত্রী এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার এমএইচ কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১০ জুন) ভোর ৪টার দিকে রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

নিহতের ছেলে বগুড়া জেলা যুবলীগের নেতা মোবাশ্বার হোসেন স্বরাজ বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের বাড়ি শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটের সোনাদেউল গ্রামে। বিকাল ৪টার দিকে শিবগঞ্জ এমএইচ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন১০, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।