ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

ঝালকাঠি ছাত্রদলের সভাপতি আরিফ, সম্পাদক গিয়াস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, জুন ৫, ২০১৮
ঝালকাঠি ছাত্রদলের সভাপতি আরিফ, সম্পাদক গিয়াস

ঝালকাঠি: ঝালকাঠি ছাত্রদলের ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরিফুর রহমান খানকে সভাপতি ও গিয়াস সরদার দিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির বাকি চার সদস্যের মধ্যে শাহেদ রানা ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, রাকিবুল হাসান সাকি ও সৈয়দ আলী হাসানকে যুগ্ম সম্পাদক ও মাইনুল ইসলাম রাজিবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (০৫ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এ কমিটির অনুমোদন করেন।

এদিকে, নব নির্বাচিত নেতাদের আগামী এক মাসের মধ্যে ঘোষিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা এবং তাদের অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।