ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

নব-ঘোষিত কমিটির নীলফামারী যুবদলের ৩ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুন ৩, ২০১৮
নব-ঘোষিত কমিটির নীলফামারী যুবদলের ৩ নেতার পদত্যাগ

নীলফামারী: কেন্দ্র থেকে ঘোষণার ২৪ ঘণ্টা যেতে না যেতেই নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নতুন কমিটিতে স্থান পাওয়া নীলফামারী জেলা যুবদলের শীর্ষস্থানীয় তিন নেতা।

রোববার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পদ থেকে সরে দাঁড়ানো জেলা যুবদলের তিন নেতা সিনিয়র সহ-সভাপতি কাজী আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান
রিপন ও সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল।

সূত্র মতে, গত শুক্রবার (১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সস্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুমোদিত নীলফামারী জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে।

এতে সাইফুলাহ রুবেলকে সভাপতি, কাজী আখতারুজ্জামানকে সিনিয়র সহ-সভাপতি, শাহাদৎ চৌধুরীকে সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান রিপনকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আল নোমান পারভেজ কল্লোলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।