ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

রায়পুর ছাত্রদলের সম্পাদকসহ ৭ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, মে ১৬, ২০১৮
রায়পুর ছাত্রদলের সম্পাদকসহ ৭ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ মে) বিকেলে উপজেলার খাসের হাটের এক দোকান থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, আদালত খালেদা জিয়ার জামিন বহাল রাখায় রায়পুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি সফল করতে ছাত্রদল নেতাকর্মীরা খাসেরহাট বাজারে জড়ো হয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।