ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, মে ১৪, ২০১৮
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। 

সোমবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুর কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। ধারণাকরা হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এছাড়া মঙ্গলবার (১৫ মে) খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও তিনি কথা বলতে পারেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।