ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন মন্ত্রণালয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫১, মে ১২, ২০১৮
খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন মন্ত্রণালয়ে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। এটি পর্যালোচনা করে কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি বিষয়টি জানান।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় কারা অধিদফতরের গঠন করা চিকিৎসক কমিটির প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, কিন্তু এটি এখনও আমার হাতে পৌঁছায়নি।

প্রতিবেদন দেখে কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এসময় আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গণগ্রেফতার চলছে বিএনপির এমন অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ মানুষকে হয়রানি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।