ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

হবিগঞ্জ জেলা ছাত্রদল সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, মে ৭, ২০১৮
হবিগঞ্জ জেলা ছাত্রদল সেক্রেটারি গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান, রুবেল চৌধুরী ৫টি মামলার আসামি।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দুপুরেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।