ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৬, মে ৬, ২০১৮
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

মানিকগঞ্জ: সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ মে) দিনগত রাতে জেলা শহরের বেউথায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা ছাত্রদলের সভাপতি পারভেজ বড় ধরনের সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছিল। তাই তাকে গ্রেফতার করা হয়।  

পারভেজের বিরুদ্ধে সুনির্দিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮ 
কেএসএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ