ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, মে ৪, ২০১৮
সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজার: সড়ক দুর্ঘটনায় আহত কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (৪ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডালিম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দিঘীনালা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

কক্সবাজার জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত বুধবার (২ মে) বিকেল ৪টার দিকে ডালিম উখিয়া থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার (৩ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

বিএনপি নেতা ডালিমের মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ৪, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ