ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

‘খালেকের জনপ্রিয়তায় ভীত মঞ্জু’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, মে ৩, ২০১৮
‘খালেকের জনপ্রিয়তায় ভীত মঞ্জু’ আ. লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল। ছবি: বাংলানিউজ

খুলনা: খালেকের জনপ্রিয়তায় ভীত বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর উপায় খুঁজছেন এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

বৃহস্পতিবার (০৩ মে) খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) আওয়ামী লীগের মেয়র-প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রধান নির্বাচনী সমন্বয়কারী এস এম কামাল এ কথা বলেন।

বৃহস্পতিবার সকালে দলীয় ১৯ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র-প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

এর প্রেক্ষিতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন আ. লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল।
 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা,  মে ০৩, ২০১৮
এমআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ