ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রুয়েট ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, এপ্রিল ৩০, ২০১৮
রুয়েট ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

রাবি: বিস্ফোরক ও ভাঙচুর মামলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে রুয়েট সংলগ্ন নর্দানের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন রুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক রাকিব বারী প্রত্যয় এবং ছাত্রলীগ কর্মী আকাশ দাস।

তারা  রুয়েট’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী। তারা দু'জন শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড়ের অনুসারী।

এসআই শাহাবুল ইসলাম বলেন, মতিহার থানার নথিভুক্ত ২১ নম্বর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি তারা রুয়েট ছাত্রলীগের সদস্য।

রুয়েট সূত্র জানায়, গত ৮ মার্চ মধ্যরাতে রুয়েট’র শহীদ আব্দুল হামিদ হলে শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় ছাত্রলীগ সভাপতি নিবিড় গ্রুপের নেতাকর্মীদের হামলায় সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু গ্রুপের আটজন আহত হন। তখন হামিদ হলের কক্ষ ভাঙচুর, ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান মালপত্র লুট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায়  ১০ মার্চ বিস্ফোরক, চুরি ও ভাঙচুরের অভিযোগ এনে রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।