সোমবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল জেলা আওয়ামী লীগের বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৩ জুলাই অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকা মার্কার দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য কাজী সহিদুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম লিটন।
‘তাছাড়া নির্বাচন পরবর্তী দলীয় নেতা-কর্মীদের মারধর ও নির্যাতনের অভিযোগে দলীয় শৃংখলা ভঙ্গকারী লিটনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলটির জেলা শাখা।
বাংলাদেশ সময় : ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এমএস/এমএ


