ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, আগস্ট ১, ২০১৭
সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি

নীলফামারী: বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি ১৯ দিন পরে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেছে।

সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে নীলফামারী জেলা ছাত্রলীগ ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

নতুন করে ঘোষিত কমিটিতে নজির হোসেনকে সভাপতি ও সাজু আলম জুয়েলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ১২ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা কমিটি গঠন করে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল শেখ আব্দুল্লাহ সোহাগকে। কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী শেখ আব্দুল্লাহ সোহাগের বয়স ২৯ বছরের বেশি হওয়ায় তাকে ওইপদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।