ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন আমিরসহ গ্রেফতার ৩৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৯, এপ্রিল ৫, ২০১৭
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন আমিরসহ গ্রেফতার ৩৮

সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া উপজেলার দেয়ারা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিমসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় আশাশুনি থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল ও কলারোয়া থানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১২ জন, কলারোয়া থানায় ৮, তালায় ৪, কালিগঞ্জে ৫, শ্যামনগরে ৪, আশাশুনিতে ২, দেবহাটায় ২ ও পাটকেলঘাটা থানায় ১জন রয়েছে।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।