ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩২, মার্চ ৫, ২০১৭
নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেমকে (৪৫) গুলি করে হত্যা করেছে দ‍ুর্বৃত্তরা।

শনিবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৪নং ওয়ার্ড মাইচরা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (০৫ মার্চ) ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



আবুল হাসেম ওই গ্রামের আবু সায়েদের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে আবুল হাসেম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে তার বুকে ও হাতের নিচে দু'টি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।