ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

মহিলা লীগের নেতৃত্বে সাফিয়া-মাহমুদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, মার্চ ৪, ২০১৭
মহিলা লীগের নেতৃত্বে সাফিয়া-মাহমুদা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে সাফিয়া খাতুন ও মাহমুদা বেগম

ঢাকা: মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাফিয়া খাতুন। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদা বেগম।

শনিবার (৪ মার্চ) বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠনটির পঞ্চম জাতীয় সম্মেলন শেষে এ নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও নির্বাচিত নেত্রীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী মহানগর উত্তরের সভাপতি হয়েছেন সাঈদা তারেক দীপ্তি। আর সাধারণ সম্পাদক হয়েছেন শবনম শিলা। মহানগর দক্ষিণে সভাপতি সাবেরা বেগম, আর নার্গিস রহমান হয়েছেন সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।