ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

হান্নান শাহ’র মৃত্যুতে জাগপার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, সেপ্টেম্বর ২৭, ২০১৬
হান্নান শাহ’র মৃত্যুতে জাগপার শোক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র ইন্তেকালে শোক জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক যুক্ত বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

নেতৃদ্বয় বলেন, হান্নান শাহ ছিলেন একজন কালজয়ী দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী নেতা। সবার উপরে দেশ- এই ছিল তার রাজনৈতিক দর্শন। চলমান সংকটকালীন বাংলাদেশে তার অভাব পূরণ হবার নয়। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

হান্নান শাহ’র মৃত্যুতে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।   

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।