ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ঘাটাইলে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ঘাটাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল: টাঙ্গাইলে ঘাটাইলে এমপি আমানুর রহমান খান রানা ও স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ একই দিন একই স্থানে সমাবেশ আহ্বান করায় ঘাটাইল হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

এ সময়ের মধ্যে এখানে মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানা কারাগারে বন্দি। এজন্য এমপির সমর্থকরা তার মুক্তির দাবিতে শনিবার বিকেলে হামিদপুর বাসস্ট্যান্ড এলাকার শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। এদিকে, একই সময় একই স্থানে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ থেকে এমপি রানার ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ ডাকে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।