ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা রিন্টু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৩, সেপ্টেম্বর ২৪, ২০১৬
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা রিন্টু গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা হামলাসহ একাধিক মামলার পলাতক আসামি জেলা ছাত্রদল নেতা ইমরান মহলদার রিন্টুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের কোর্ট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান মহলদার রিন্টু শহরের কেদারগঞ্জ এলাকার আব্দুল কুদ্দুস মহলদারের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ২০ জানুয়ারি রাতে শহরের ১নং পানির ট্যাংক এলাকায় পুলিশের পিকআপভ্যান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সেই মামলায় রিন্টু মহলদার এজাহার নামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরো কয়েকটি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, গ্রেফাতারকৃত রিন্টু মহলদার পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত। গ্রেফতারের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।