ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

জয়ের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, সেপ্টেম্বর ২২, ২০১৬
জয়ের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হওয়ায় বগুড়ায় ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগ শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
শোভাযাত্রায় জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, শহর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, ছাত্রলীগ নেতা বেনজির আহম্মেদ, আসলাম হোসেন, জনিসহ জেলার নেতা-কর্মীরা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।